logo
Wednesday , 27 March 2024
  1. সকল নিউজ

আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় ১ ঘণ্টা বাড়ছে

প্রতিবেদক
admin
March 27, 2024 11:48 am

আজ ১৬ রমজান (২৭ মার্চ) থেকে আরও এক ঘণ্টা বেশি সময় ধরে চলবে মেট্রোরেল। এর ফলে রাজধানীর মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। এতদিন তা ছিল ৮টা ৪০ মিনিটে। তবে আসন্ন ঈদুল ফিতরের দিন মেট্রোরেলের চলাচল বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার দুপুরে ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক সাংবাদিকদের এসব কথা জানান। বর্তমানে মেট্রোরেল চলাচল করছে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। পিক আওয়ারে (৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা) প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে।

আর বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সংবাদ সম্মেলনে আরও জানান, আজ বুধবার থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। আর মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। পবিত্র ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। বাড়তি সময়ে আরও ১০টি ট্রেন চলাচল করবে। এতে দিনে মেট্রো চলাচলের মোটা সংখ্যা হবে ১৯৪ বার। ফলে যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।

সর্বশেষ - সকল নিউজ