logo
Thursday , 18 January 2024
  1. সকল নিউজ

প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবো : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
January 18, 2024 9:28 am

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীদের কল্যাণ ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবো।

গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিশিষ্টজনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স আরো অনেক গুণ অর্জন করা সম্ভব। এক্ষেত্রে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশে ও বিদেশে কোনো প্রবাসী যেন কোনোরকম হয়রানির শিকার না হন, তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়, তা বাস্তবায়ন করতে হবে।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, উন্নয়ন কাজকে এগিয়ে নিতে সমন্বয় ও আন্তরিকতা প্রয়োজন।

তিনি বলেন, সিলেটের উন্নয়নে বাধাগুলো চিহ্নিত করে তা দ্রুত অপসারণ করে সবগুলো উন্নয়ন প্রকল্পকে এগিয়ে নিতে হবে।

সিলেটের রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, মানুষ তার কর্মগুণের মাধ্যমে বেঁচে থাকে, ভালো কাজ করলে অবশ্যই এর পুরস্কার পাওয়া যায়। তাই সবাইকে নিজের স্বার্থের ঊর্ধ্বে থেকে সমাজ দেশ তথা মানুষের কল্যাণে কাজ করতে হবে।

সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি, সিলেট সিটি কর্পোরশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন পিপিএম, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেটের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সকল নিউজ