logo
Monday , 29 January 2024
  1. সকল নিউজ

বাংলাদেশে ২৮২ ধরনের পাটজাত পণ্য উৎপাদন হয় : পাটমন্ত্রী

প্রতিবেদক
admin
January 29, 2024 9:22 am

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশ পাট উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে দ্বিতীয়। বাংলাদেশে অতি উন্নতমানের পাট উৎপাদিত হয়। বাংলাদেশের উদ্যোক্তরা পাট দিয়ে ২৮২ ধরনের বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন করছেন। এসব পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হয়।গতকাল শনিবার জার্মানিতে কার্ল মার্ক্সের স্মৃতি বিজড়িত ত্রিয়র শহরে ‘আম্বিয়ান্তে ফেয়ার’র জিএম উইস্টন পেরেইরার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ জার্মানির দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

এ সময় উইস্টন পেরেইরাকে পাটজাত পণ্য উপহার দেন এবং বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান পাটমন্ত্রী। উইস্টন পেরেইরাও বাংলাদেশের উন্নয়ন পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেন।

এর আগে, জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী কার্ল মার্ক্সের স্মৃতি বিজড়িত জাদুঘর পরিদর্শন ও ভিজিটর বুকে স্বাক্ষর করেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

এ সময় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন (জেডিপি) সেন্টারের নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ, পাটমন্ত্রীর এপিএরস হোসাইন মাহমুদ জোনাইদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সকল নিউজ