বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে : তথ্যমন্ত্রী


admin প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৩, ৯:৩১ পূর্বাহ্ন | 654
বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে একটি অস্থিরতা দেখা যাচ্ছে। এ জন্য তারা হিতাহিত জ্ঞান হারিয়ে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে। আক্কেল থাকলে এত রাতে কেউ সংবাদ সম্মেলন ডাকে?মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, শনিবার রাত তিনটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপি। সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। রাত তিনটায় তারা ডাকলেই কি সংবাদকর্মীরা যেতে বাধ্য? আমি আগে কখনো এমন কিছু দেখিনি।

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাও অতীতে বিভিন্ন সময় গ্রেফতার হয়েছে। কিন্তু আমরা তো কোনোদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করিনি। বিএনপি যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, এই সংবাদ সম্মেলন সেটিরই প্রমাণ।