২১ দিনে এলো ১৪২ কোটি ডলার


admin প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৩, ৯:৩৭ পূর্বাহ্ন | 468
২১ দিনে এলো ১৪২ কোটি ডলার

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৪২ কোটি ৬৩ লাখ ১০ হাজার হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ১৫ হাজার ৪৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসেবে)। এ সময়ে গড়ে প্রতিদিন এসেছে ৬ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ৫২৩ মার্কিন ডলার।

যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি। তখন প্রতিদিনের গড় প্রবাসী আয় ছিল ৬ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৩৩৩ মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে রাষ্ট্রায়ত্ত খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৯ কোটি ৮০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। একই সময়ে রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।