logo
Monday , 1 January 2024
  1. সকল নিউজ

বিএনপি-জামায়াত কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে : নাছিম

প্রতিবেদক
admin
January 1, 2024 4:10 pm

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত বিভিন্ন কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ হত্যা করছে। এরা কখনো দেশের মানুষদের নিয়ে ভাবে না। এরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত আছে। এদের প্রতিহত করতে হলে ৭ জানুয়ারি সবাই ভোটকেন্দ্রে আসুন। দেশের মানুষের ভোট ও সমর্থনের মাধ্যমে এদের আমরা প্রতিহত করব।

রোববার (৩১ ডিসেম্বর) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সর্বস্তরের শিক্ষক চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাসিম বলেন, ‘আমাদের কোনো শত্রু নেই। আমরা কারো সাথে শত্রুতাও করতে চাই না। আমরা আমাদের শিক্ষা সংস্কৃতি-ঐতিহ্যের ওপর ভিত্তি করে এগিয়ে যাব। আমাদের এগোনোর পথে কারা বাধা দিবে তাদের চিনে রাখতে হবে। তাদের অতীত কর্মকাণ্ড, নিকট অতীত কর্মকাণ্ড এবং এখন তারা কী চায় এগুলো জানতে হবে। তাদের নির্বাচন করতে কোনো বাধা নেই। তাও তারা কেন নির্বাচন করতে চায় না সেটি তারাই ভালো জানে। আমরা নৌকায় ভোট চাই, আর তারা বলে ভোট দিতে যাবেন না। এটি সংবিধান ও গণতান্ত্রিক অধিকারবিরোধী।’

তিনি বলেন, ‘যারা স্বৈরাচার, সাম্প্রদায়িক শক্তি, যারা মানুষকে সম্মান করতে জানে না, দেশের মানুষের বিবেক বোধকে যারা জাগ্রত করতে পারে না… তাদেরকে কেন মানুষ বিশ্বাস করবে ও  আস্থা রাখবে। এদের তথাকথিত আন্দোলনকে মানুষ সমর্থন করে না। মিথ্যার পক্ষে দাঁড়ানো যায় না। সত্যের জয় অনিবার্য।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। ভোটাররা ভোট দেবে, সে ভোটে আমরা নির্বাচিত হতে চাই। আমাদের পর্যবেক্ষকের সার্টিফিকেটের দরকার নেই। দেশের জনগণ সুন্দর নির্বাচনের মাধ্যমে যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই নেতৃত্বে আসবে। এটি যে কোনো দলের হতে পারে। আমাদের অভিজ্ঞতা থাকতে কারোর থেকে ধার করা বুদ্ধির প্রয়োজন নেই।’

ঢাকা-৮ আসনের এই নৌকার প্রার্থী বলেন, ‘দেশের মানুষের শান্তি, উন্নয়ন ও অগ্রগতি শুধুমাত্র দেশরত্ন শেখ হাসিনার দ্বারাই সম্ভব। তিনি তার যোগ্যতা ও সততা দিয়ে তা প্রমাণ করেছেন। তিনি আবার নির্বাচিত হলে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে। আমরা চাই স্মার্ট বাংলাদেশ গড়তে। আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য একটাই… আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমাদের মর্যাদা যাতে বিশ্বে অক্ষুণ্ন থাকে এটাই আমাদের প্রত্যাশা।’

এর আগে, সকালে বেশ কয়েকটি স্থানে গণসংযোগের পাশাপাশি দুপুরে বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সঙ্গে মতবিনিময় সভা করেন। বিকেলে ১২ নম্বর ওয়ার্ডের মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, সেঞ্চুরি কোয়ার্টার ও ইস্কাটন গার্ডেন এলাকায় গণসংযোগ করেন।

সর্বশেষ - সকল নিউজ