প্রথম আলোর নিবন্ধন বাতিল ও চক্রান্তকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৩, ২:৫৭ অপরাহ্ন | 554
প্রথম আলোর নিবন্ধন বাতিল ও চক্রান্তকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্বাধীনতা দিবসে প্রচারিত সংবাদের জেরে জাতীয় দৈনিক প্রথম আলোকে স্বাধীনতার চেতনাবিরোধী উল্লেখ করে পত্রিকাটির নিবন্ধন বাতিল ও চক্রান্তকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা-সচেতন নাগরিক সমাজ ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষক, সাহিত্যিক, কবি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শিল্পী, সাংবাদিকসহ অর্ধশতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দাবি জানান।

মানবন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রথম আলো পত্রিকাটির কার্যক্রমকে স্বাধীনতার মর্যাদাহানি ও রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার ঘটনার প্রতিবাদ জানান। পাশাপাশি মানববন্ধনে হলুদ সাংবাদিকতা ও স্বাধীনতা বিরোধী সংবাদ প্রকাশ বন্ধ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে শাস্তি প্রদান ও পত্রিকাটিকে কালো তালিকাভুক্ত করে এর নিবন্ধন বাতিল করার দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন, বর্তমানে কিছু কিছু গণমাধ্যমে সারারাত আওয়ামী লীগ ও সরকারের গোষ্ঠী উদ্ধার করে সকালে বলে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। গণমাধ্যমে শিশুদের অপব্যহার করা যাবে না এবং তাদের নিয়ে রাজনীতি করা যাবে না। এছাড়াও বক্তারা প্রথম আলোর ঘটনায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান।

একটি বিশেষ পটভূমি তৈরির উদ্দেশ্যই স্বাধীনতাকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের উস্কানি ও সাম্প্রদায়িক মদদ প্রদানের জন্যই প্রথম আলো স্বাধীনতা দিবসে আলোচিত সেই সংবাদ ও আলোকচিত্রটি প্রচার করেছিল বলে উল্লেখ করে সূচনা বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সভ্য বিশ্বে যে কোন ধরনের সাংবাদিকতার জন্য কিছু মূলনীতি থাকে৷ কিন্তু যখন কেউ হলুদ সাংবাদিকতা করেন ও অপতথ্য দেন এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানেন তখন সেটা দেশের সার্বভৌমত্বের উপরেরই এক ধরনের আঘাত আসে।

যে সমস্ত পত্রিকা ও অপশক্তি এসবে যুক্ত আছে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হতে ও সরকারকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমরা চাই সরকার যেন এ ধরনের অপকৌশলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জোরালো বক্তব্য ও উপস্থিতি এই ধরনের অপশক্তিকে রুখতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্য প্রদানকালে শাহরিয়ার কবির বলেন, স্বাধীনতা দিবসে প্রথম আলোর প্রচারিত সংবাদকে শুধু অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা বলা যাবে না। এটির মাধ্যমে আঘাত এসেছে আমাদের স্বাধীনতার মর্যাদার ওপরে। স্বাধীনতা দিবসে যেভাবে একটি খবর পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে সেটা নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এই খবরটি করা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে।

তিনি আরো বলেন, সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা দেশের স্বাধীনতার মর্যাদাহানি করবে, অবিলম্বে তাদের শাস্তি প্রদানের জন্য কঠোর আইন প্রণয়ন করা হোক।

মানববন্ধনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা বাদী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক বলেন, আমি দেশকে ভালোবাসি তাই মুক্তিযুদ্ধকে ভালোবাসি। মুক্তিযুদ্ধের চেতনার ওপর কোনো আঘাত আসুক। তা আমি চাই না। প্রথম আলো যা করেছে সেটার জন্য প্রথম আলোকে কালো তালিকাভুক্ত করে এর নিবন্ধন বাতিলের দাবি জানাই।