logo
Sunday , 20 August 2023
  1. সকল নিউজ

ফখরুলের বাবা রাজাকার ছিলেন : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
August 20, 2023 11:00 am

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা চোখা মিয়া একজন রাজাকার ছিলেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।সম্প্রতি দিনাজপুর প্রেসক্লাবে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর তিন বছর তিনি বাড়ি থেকে বের হতে পারেননি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকালে লুঙ্গি পরে বাড়ি থেকে বের হয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছিলেন। এখন তার ছেলে রাজনীতি নিয়ে এসে মুচকি মুচকি হাসে। বলেন যে দীবালোকের মতো নাকি তিনি দেখতে পাচ্ছেন আগামীতে তারা জয়ী হবেন। তিনি আসলেই এজন্য হাসেন না, তিনি হাসেন যে তার কোথায় থাকার কথা ছিল আর তিনি এখন কোথায়। একজন রাজাকারের ছেলে হয়ে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন এজন্যই তিনি মুচকি হাসছেন।

তিনি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান মারা যাওয়া পর্যন্ত তিনি সান্ধ্য আইন চালু রেখেছিলেন। তখন রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত লোকজন ঘরের বাইরে যেতে পারতো না। সারাদেশে সান্ধ্য আইন চালু করেছিল তারা এখন আমাদের বলে গণতন্ত্র শেখো, হা না ভোট দিয়ে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তারা এখন আমাদের ভোটাধিকার শেখায়। যারা স্বাধীনতা বিরোধী তাদের মনে এখন মৃত্যুর ভয় ঢুকে গেছে।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. বোরহান উল সিদ্দিকী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল ও সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিদেশের মাটিতে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করছে ভন্ড তাসনিম

বিএনপি-জামায়াত উন্নয়নের বিপক্ষে কাজ করে: হানিফ

আমদানি বন্ধ হলেও পেঁয়াজের দাম বাড়েনি ঝিনাইদহে

বঙ্গবন্ধু হত্যায় জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ অর্জন অনেক, আছে চ্যালেঞ্জও

গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাহিদা মিটতে ১৩২০ মেগাওয়াট – এসএস পাওয়ার প্লান্ট উৎপাদন

‘পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর রিজভী নিখোঁজ ছিলেন’

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৭ হাজার হজযাত্রী

মোংলা থেকে খুলনা রুটে রেল চলবে অক্টোবরের শেষে

ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ