সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৭ হাজার হজযাত্রী


admin প্রকাশের সময় : মে ২৪, ২০২৩, ৯:৩১ পূর্বাহ্ন | 647
সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৭ হাজার হজযাত্রী

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী।মঙ্গলবার (২৩ মে) দিনগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

হজ-২
পর্যায়ক্রমে ঢাকা ছাড়ছেন হজযাত্রীরা। ছবি: ফোকাস বাংলা

হজ অফিস জানিয়েছে, সৌদিতে যাওয়া ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৪৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৭৮ যাত্রী পৌঁছেছেন।গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন।

হজ
পর্যায়ক্রমে ঢাকা ছাড়ছেন হজযাত্রীরা। ছবি: ফোকাস বাংলা

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।এবার সবচেয়ে বেশি ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ। এছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।