logo
Thursday , 16 March 2023
  1. সকল নিউজ

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
admin
March 16, 2023 9:55 am

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে নিহত তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।নিহতরা হলেন- মিঠু (৩৫), রাকিব (৩৮) ও মোহাম্মদ আলী (৪০)। তবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, আর রহমান নিট ফ্যাশন নামের একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে কাজ করেন একদল শ্রমিক। বিকেলে এক এক করে তিনজন সেপটিক ট্যাংকে নামেন। এর কিছু সময় পর থেকে তাদের আর সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে কারখানা কতৃপক্ষ ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সেপটিক ট্যাংক থেকে রাত সাড়ে নয়টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হন তিন শ্রমিক। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

চা-শ্রমিকদের দেওয়া উপহারের চুড়ি হাতে প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস ‘এত বড় সম্মান, এত বড় উপহার আমি আর কখনো পাইনি’

সঞ্চয়পত্রে ৫ লাখের বেশি বিনিয়োগ করলেই দিতে হবে আয়কর রিটার্ন

বিএনপি জনবিচ্ছিন্ন, তাদের আস্থা শুধু বিদেশিদের ওপর

বঙ্গবন্ধুর খুনিরা কখনই চায়নি বাংলাদেশ সফলতা অর্জন করুক : শেখ পরশ

সন্ত্রাসীদের ছাড় নেই, আসামিদের ধরতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিরোধী আল জাজিরার ষড়যন্ত্রের চিত্র – যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গোপসাগরে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দোহাজারী-কক্সবাজার রেল : ২৮ অক্টোবর উদ্বোধন হতে পারে

‘মৃত্যুদণ্ড ভুল কাজ, এর চেয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন’