logo
Sunday , 14 August 2022
  1. সকল নিউজ

বিপিসির এখনো ২৭ হাজার কোটি টাকা ঋণ

প্রতিবেদক
admin
August 14, 2022 9:54 am

জ্বালানি তেলের দাম বাড়ার পর পেট্রল-অকটেনে লাভ হলেও ডিজেলে লোকসান হচ্ছে জানিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এম বি এম আজাদ বলেছেন, জ্বালানি তেল বিক্রি করে ৫৩ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। তার থেকে আট থেকে ১০ হাজার কোটি টাকা সরকারকে ফেরত দেওয়া হয়েছে। এখনো ২৭ হাজার কোটি টাকা ঋণ রয়ে গেছে।

গতকাল শনিবার রাজধানীর বনানীতে এডিটরস গিল্ডের ‘বিশ্ব জ্বালানি সংকট ও বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

এম বি এম আজাদ বলেন, ‘ট্যাক্সের বিষয়টি আইন এবং সরকারি নীতিমালা অনুযায়ী হয়। আমরা সেই সিস্টেমের একটা অংশ, সেটি অনুসরণ করা আমাদের প্রথম দায়িত্ব। সরকার তার রাজনৈতিক অবস্থান থেকে যে সিদ্ধান্ত দেবে, আমরা সেটা বাস্তবায়ন করব। ’

সর্বশেষ - সকল নিউজ