logo
Monday , 17 October 2022
  1. সকল নিউজ

ভাসানচরে যাচ্ছেন আরও ৯৫০ রোহিঙ্গা

প্রতিবেদক
admin
October 17, 2022 8:23 am

কক্সবাজারের ক্যাম্প থেকে দেড় মাস পর আবারও নোয়াখালীর ভাসানচর যাচ্ছেন একদল রোহিঙ্গা।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ৫টি বাসে ৫০০ রোহিঙ্গা উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে রওনা দেন। পরে রাতে আরও ৪৫০ জন্য রওনা দেন।

সোমবার সকালে তারা চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে পৌঁছবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন সন্ধ্যায় রোহিঙ্গাদের ভাসানচরে রওনা হওয়াল বিষয়টি নিশ্চিত করেন।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, ভাসানচরে উন্নত জীবন হওয়ায় রোহিঙ্গারা সেখানে যেতে আগ্রহী।

গত বছরের ডিসেম্বর থেকে ১৭ দফায় এ পর্যন্ত প্রায় ৩০ হাজারের বেশি রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠিয়েছে। এর আগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করায় ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নেওয়া হয়।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। আগে-পরে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা কপবাজারে বসবাস করছেন। ওই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে প্রকল্প হাতে নেয় সরকার।

আশ্রয়ন-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বাজার পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একগুচ্ছ নির্দেশ জারি

তারেক রহমানের ভুলে অস্তিত্ব সংকটে বিএনপি

গণসমাবেশকে কেন্দ্র করে কেউ গ্রেফতার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে যুবকদের’

ভুলের চোরাগলিতে আটকে গেছে বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে চা শ্রমিকদের আনন্দ-উল্লাস, কাজে ফেরার ঘোষণা

ফারদিন হত্যা মামলা: বুশরার জামিন আদেশ আজ

ওএমএসের পণ্যও কার্ডের মাধ্যমে বিক্রির নির্দেশ প্রধানমন্ত্রীর

মূলত নালিশের টেবিলে আটকে গেছে বিএনপি

নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত রোহিঙ্গাদের নিরাপদ টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান