logo
Thursday , 21 July 2022
  1. সকল নিউজ

সঞ্চয়পত্র কেনাবেচায় ব্যাংকগুলোকে মানতে হবে নতুন নিয়ম

প্রতিবেদক
admin
July 21, 2022 9:12 am

জাতীয় সঞ্চয়পত্র কেনাবেচার ক্ষেত্রে ব্যাংকগুলোকে নতুন নিয়ম অনুসরণ করতে হবে। বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে নতুন নিয়ম অনুসরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, যিনি সঞ্চয়পত্র কিনতে চান, তার আবেদন ইস্যু অফিস কর্তৃক গ্রহণের পর ওই তারিখ থেকে পরবর্তী এক কর্ম দিবসের মধ্যেই ক্রেতার দাখিলকৃত চেক ক্লিয়ারিংয়ের জন্য উপস্থাপন করতে হবে। এছাড়া গ্রাহক কর্তৃক ডেবিট অথরিটির মাধ্যমে সঞ্চয়পত্র কেনার জন্য আবেদন করা হলে, গ্রাহকের হিসাব ডেবিট করার তারিখ এই গ্রাহকের অনুকূলের সংশ্লিষ্ট ইন্সট্রুমেন্ট ইস্যু করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলছে, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রিত সঞ্চয়পত্রের মুনাফা ও মেয়াদপূর্তিতে আসল বা মূল অর্থ প্রদেয় হওয়ার তারিখেই ইন্টিমেশন প্রদান নিশ্চিত করতে হবে।

এছাড়া গ্রাহকের সঞ্চয়পত্র ক্রয় পরবর্তী যেকোনও আবেদন (যেমন- নমিনি পরিবর্তন, হিসাব নম্বর পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন, ইএফটি সংক্রান্ত সমস্যা ইত্যাদি) গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ তিন কার্য দিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, জাতীয় সঞ্চয় অধিদফতরের আওতাধীন জেলা বা ব্যুরো সঞ্চয় অফিস ও জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত লিংক ব্যাংক, অফিস অথবা ব্যুরোর গ্রাহকদের চেক যথাসময়ে ক্লিয়ারিং করে সংশ্লিষ্ট অফিসকে অবহিত করবে। এছাড়া সঞ্চয়পত্র কেনার নিমিত্তে ক্লিয়ারিংয়ের জন্য উপস্থাপিত চেক যথোপযুক্ত কারণ ব্যতীত ফেরত দেওয়া যাবে না। এছাড়া গ্রাহকের অনুকূলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি ) ইন্সট্রাকশনের মাধ্যমে প্রেরণ করা সঞ্চয়পত্রের মুনাফা ও আসল বা মূল ফেরত দেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, সঞ্চয়পত্র বিক্রয়কালে ইস্যুকারী ব্যাংক বা শাখা কর্তৃক ওই ব্যাংকে বা শাখায় গ্রাহককে হিসাব খোলার জন্য বাধ্য করা যাবে না। এছাড়া নিরাপত্তার স্বার্থে একজনের বা ব্যাংকের এক শাখার ইউজার আইডি অন্য ব্যক্তি বা অন্য শাখা কর্তৃক ব্যবহার করা যাবে না।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই

ইরফান সেলিম ও তার সহযোগীর বিরুদ্ধে আরও ৪ মামলা

বিএনপি ও জামায়াত দেশে হাঙ্গামা সৃষ্টি করে : স্বাস্থ্যমন্ত্রী

এ বছরেই ঢাকার রাস্তায় নামবে ১০০ ইলেকট্রিক বাস

আইএসআই এর পেইড এজেন্ট মেজর (চাকরিচ্যুত কর্মকর্তা) দেলোয়ার!

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

ইকোনমিস্টের নিবন্ধ শেখ হাসিনা পুনরায় সরকার গঠনের পথে

বিএনপি নালিশ পার্টি, জনগণ তাদের সঙ্গে নেই : মোমেন

স্পনসর ভিসায় ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

জাতিসংঘের বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে বাংলাদেশি বিজ্ঞানী সালিমুল হক