logo
Monday , 6 May 2024
  1. সকল নিউজ

১২ হাজার ৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াধীন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
May 6, 2024 9:39 am

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে ১২ হাজার ৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চলমান ও প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে ৩ হাজার ২৫৩  মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প চলমান এবং আরও ৭ হাজার ৮৬১ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প প্রক্রিয়াধীন। বায়ু বিদ্যুৎ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। যদিও ইতোমধ্যে উইন্ড ম্যাপিং শেষ হয়েছে। ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ হবে পরিষ্কার বিদ্যুৎ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্জ ভন লিন্ডে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নসরুল হামিদ তাকে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের অন্যতম চ্যালেঞ্জ সহনীয় মূল্যে সবার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা। নবায়নযোগ্য জ্বালানির জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন। স্মার্ট গ্রিড এবং সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আরও আধুনিক করা দরকার। সরকার চেষ্টা করছে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে।

সর্বশেষ - সকল নিউজ