logo
Monday , 15 April 2024
  1. সকল নিউজ

ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলছে আজ

প্রতিবেদক
admin
April 15, 2024 10:22 am

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ সোমবার খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান।

গত ১১ এপ্রিল রোজার ঈদের তারিখ র্নিধারণ হওয়ার পর ১০ থেকে ১২ এপ্রিল ছিল ঈদের ছুটি। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির পর ১৪ এপ্রিলে পহেলা বৈশাখের ছুটি।

সব মিলিয়ে পাঁচ দিন বন্ধ থাকার পর আজ খুলছে সরকারি অফিস। এদিন থেকে ফের স্বাভাবিক নিয়মে ব্যাংকিং ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুরে ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। দাপ্তরিক সময় হবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সাধারণ সময়ে ফিরে ব্যাংক সকাল ১০টায় খুলবে, চলবে বিকাল ৫টা পর্যন্ত, তবে লেনদেন হবে সাড়ে ৩টা পর্যন্ত।

এবার রমজান মাস ৩০ দিন ধরে ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করে সরকার।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত