logo
Tuesday , 19 March 2024
  1. সকল নিউজ

রমজানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

প্রতিবেদক
admin
March 19, 2024 10:35 am

এবারও রমজানে রেমিট্যান্স প্রবাহ বছরের অন্যান্য সময়ের তুলনায় বেড়েছে। রমজানের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিরা বেশি বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি মার্চের প্রথম ১৫ দিনে ১০২ কোটি মার্কিন ডলার বাংলাদেশি টাকায় ১১ হাজার ২০৮ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধ‌রে) রেমিট্যান্স এসেছে।গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মার্চের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত ১০১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ লাখ ৫০ হাজার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৫ লাখ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ৮২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।এর আগের মাস ফেব্রুয়ারিতে দেশে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে।

সর্বশেষ - সকল নিউজ