logo
Friday , 1 March 2024
  1. সকল নিউজ

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বেইলি রোডের ভবনে: ফায়ার সার্ভিস

প্রতিবেদক
admin
March 1, 2024 4:48 pm

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, রাজধানীর বেইলি রোডের ওই ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

শুক্রবার (১ মার্চ) বেলা সাড়ে ১২টায় ওই ভবনের সামনে তিনি এ কথা জানান।

মাইন উদ্দিন বলেন, ওই ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। মানুষের আসা-যাওয়ার জন্য কেবল একটি ছোট সিঁড়ি ছিল।

তিনি বলেন, রুটিন মনিটরিংয়ের অংশ হিসেবে এর আগে এই ভবন মালিককে তিন বার নোটিশও দিয়েছিল ফায়ার সার্ভিস। মনিটরিং করা হচ্ছিল, তাই আমরা নোটিশ দিয়েছি।

baily-1

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের ওই ভবনের নিচের অংশে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

baily-0

এ ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/কেকে

সর্বশেষ - সকল নিউজ