logo
Monday , 29 January 2024
  1. সকল নিউজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
January 29, 2024 9:25 am

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের প্রতি আস্থা রেখে দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করেছে। তাই আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য।

গতকাল শনিবার পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে শহিদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের উদ্দেশে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আপনারা নির্ধারিত সময়ে আপনাদের স্ব স্ব অফিসে এসে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আপনারা জনসেবামূলক কাজের জন্য সার্বক্ষণিক আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। যার যার অবস্থান থেকে স্বাধীনভাবে, নির্দ্বিধায় মানুষের কল্যাণে কাজ করুন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রীর সহধর্মিনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মঞ্জুরুল আলম প্রমুখ।

সর্বশেষ - সকল নিউজ