logo
Tuesday , 16 January 2024
  1. সকল নিউজ

ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের বাজার নিয়ন্ত্রণের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

প্রতিবেদক
admin
January 16, 2024 9:38 am

ডলারের বাজার স্থিতিশীল রাখতে ঘোষণা দেওয়ার পরে বাজারভিত্তিক হচ্ছে না ডলারের দর। ডলার সংকট সহনীয় পর্যায়ে না আসায় এই মুদ্রার দর বাজারের ওপর ছেড়ে দিতে পারছে না আসন্ন মুুদ্রানীতিতে। ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের বাজার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অর্থ হচ্ছে, বাজারে ডলারের চাহিদা বাড়লে বিক্রি করা হবে, আর কমলে ক্রয় করা হবে। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় খসড়া অনুমোদন করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারির বিকেল ৩টায় মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর  রউফ তালুকদার।

সূত্র জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতি সুদহার বাড়ানোসহ নানা ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়িয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন)  মুদ্রানীতিতে এসব নির্দেশনা বাস্তবায়ন করা হবে। নীতি সুদহারসহ ব্যাংক ঋণের সবরকম সুদ আরও বাড়িয়ে সংকোচনমুখী ধারা অব্যাহত রাখা হবে। সংশ্লিষ্টদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, আগামী ১৭ জানুয়ারি বিকেল ৩টায় অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের মুদ্রানীতির অন্যতম লক্ষ্য। এজন্য চলমান সব ধরনের নীতিতে কিছুটা পরিবর্তন  আসবে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের যেসব সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোও চলমান  থাকবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুদ্রানীতির খসড়ায় মুদ্রানীতি কমিটিতে গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি রয়েছেন অর্থনীতিবিদ সাদিক আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমীন।

সংশ্লিষ্টরা জানান, দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান কাজ। গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮ শতাংশে ও আগামী জুনের মধ্যে তা ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল বাংলাদেশ ব্যাংকের। গত নভেম্বরের শেষে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৯ শতাংশ হয়। মূল্যস্ফীতি কমাতে ঋণের সুদহার কিছুটা বাজারভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নীতি সুদের হারও বাড়িয়েছে। এতে ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১১ দশমিক ৮৯ শতাংশ।

এদিকে ডলার সংকটের কারণে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় অর্ধেকে নেমে এসেছে।এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ২০ দশমিক ৩৮ বিলিয়ন বা ২ হাজার ৩৮ কোটি ডলার। প্রকৃত বা নিট রিজার্ভ বর্তমানে ১৬ বিলিয়ন ডলারের কম। সূত্র জানায়, অর্থনৈতিক সংকট নিরসনসহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সংকোচনমুখী মুদ্রানীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই মুদ্রানীতির অন্যতম কাজ।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল ক্ষুদ্র ঋণ তহবিলের আকার বাড়ল ৪০০ কোটি টাকা

মিয়ানমার সীমান্তের পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক : ঢাকায় চীনের রাষ্ট্রদূত

ভোটগ্রহণের আগের দিন ব্যালট যাবে ২৯৬৪ কেন্দ্রে

চাঁদপুরে জেলেদের চাল আত্মসাৎ, চেয়ারম্যান কারাগারে

খালেদা কেবল ব্যক্তি স্বার্থে সরকারের সাথে আপোস করেছেন

ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণের সুযোগ নেই: রেলমন্ত্রী

ব্রাজিল থেকে গরু আনতে আগ্রহ বাংলাদেশের

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে যন্ত্রপাতি আমদানি পাচার ২২৬ কোটি টাকা!

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাইভেট কারে গার্ডার বিআরটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা