logo
Friday , 22 December 2023
  1. সকল নিউজ

জনগণ ছাড়া অসহযোগ আন্দোলনের মানে হয় না: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
admin
December 22, 2023 3:00 pm

জনগণ যাদের সঙ্গে নেই তাদের অসহযোগ আন্দোলনের কোনো মানেই হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের কেঁতুয়া গ্রামের পাটওয়ারী বাড়ীতে উঠোন বৈঠক শেষে বিএনপির অসহযোগ আন্দোলন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‌‘১৯৭১ সালে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ করেছি, আমরা সফল হয়েছি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে গান্ধিজি অসহযোগ করেছেন, তিনি সফল হয়েছেন। সফল অসহযোগ এগুলোই। আর তারা (বিএনপি) কার বিরুদ্ধে, কাকে নিয়ে অসহযোগ করছেন।’

‘জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না’
বিএনপির অসহযোগকে এ সময় ট্রেনে আগুন দিয়ে শিশু ও নারীদের হত্যা বলে অভিহিত করেন শিক্ষামন্ত্রী। জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘দুই-পাঁচজন নিয়ে তারা রাস্তায় দৌঁড়াদৌঁড়ি করেন এবং নাশকতা করেন। অসহযোগ মানে কিন্তু নাশকতা নয়।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যারা এই নশকতা ও সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীদের দোসর, অসহযোগের মানেও তারা বোঝেন না, অসহযোগের কোনো সুযোগও নেই তাদের, কারণ জনগণ তাদের সঙ্গে নেই।’

দীপু মনি বলেন, ‘সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। কিন্তু তারা ইতিহাস বিকৃতকারী, তাই তারা ইতিহাসও বোঝেন না।’

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টুসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সকল নিউজ