logo
Tuesday , 14 November 2023
  1. সকল নিউজ

রাজধানীর ৩০ স্থানে কম দামে ৪ পণ‍্য বিক্রি শুরু করেছে টিসিবি

প্রতিবেদক
admin
November 14, 2023 2:35 pm

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে টিসিবির উদ্যোগে আলু, তেল, ডাল, পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর ৩০টি স্থানে নিম্নআয়ের ও সাধারণ জনগণের মাঝে সাশ্রয়ী মূল্যে এই পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয় আজ মঙ্গলবার সকালে।

টিসিবি চত্বর থেকে ভোগ্যপণ্যসমূহ সাধারণ জনগণের মাঝে সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, টিসিবি ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান বলেন, ‘কভিড মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে সরকার উদ্যোগ নিয়ে টিসিবির মাধ্যমেি এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্যসমূহ বিতরণ করে আসছে। এ ছাড়া বর্তমানে আলু ও পেঁয়াজের উচ্চমূল্য বিবেচনায় টিসিবি কর্তৃক বিতরণকৃত অন্যান্য ভোগ্যপণ্যের সঙ্গে আলু ও পেঁয়াজ ট্রাকসেলের মাধ্যমে ঢাকার ৩০টি পয়েন্টে সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে।’

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অধিদপ্তর নিয়মিত কাজ করে যাচ্ছে।

আলু ও ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি টিসিবির নিয়মিত কার্যক্রমের সঙ্গে নিম্ন আয়ের সাধারণ মানুষ যারা টিসিবির কার্ড পাননি তাদের সহযোগিতা করার লক্ষ্যে এ ট্রাক সেল কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০২২ সালের মার্চ মাস থেকে টিসিবি এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্যসমূহ বিতরণ করে আসছে। গত জুলাই ২০২৩ মাস থেকে পূর্বে বিতরণকৃত ভোগ্যপণ্যের সঙ্গে পাঁচ কেজি চাল যুক্ত করা হয়েছে।

তপন কান্তি ঘোষ আরো বলেন, ‘সোমবার অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় ১৩ লাখ কার্ডধারী ব্যতীত যারা টিসিবির সাশ্রয়ী মূল্যে ভোগ্যপণ্য সুবিধা পাননি তাদেরকে সরকারের এই সহযোগিতা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে ঢাকা মহানগরের ৩০টি পয়েন্টে ট্রাকসেলের মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে। এর আওতায় প্রতিটি পয়েন্টে ৩০০ পরিবারকে সাশ্রয়ী মূল্যে আলু, তেল, ডাল ও পেঁয়াজ সরবরাহ করা হবে।’

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত