logo
Wednesday , 19 July 2023
  1. সকল নিউজ

১৬ মাস পর আজ ১৪–দলীয় জোটের শরিকদের সঙ্গে বসছেন শেখ হাসিনা

প্রতিবেদক
admin
July 19, 2023 12:56 pm

দীর্ঘ ১৬ মাস পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

জোটের শীর্ষ নেতা শেখ হাসিনা শরিকদের নিয়ে সবশেষ বৈঠক করেছিলেন গত বছরের ১৫ মার্চ। সেই বৈঠকও হয়েছিল ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রায় তিন বছর পর।

শেখ হাসিনা জোটের শরিকদের নিয়ে এমন এক সময় বৈঠক করতে যাচ্ছেন, যখন নির্বাচনব্যবস্থা নিয়ে বিরোধ থেকে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল-জোট সরকার পতনের এক দফা আন্দোলনে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস আগে দেশের ভেতরে ও বাইরে থেকেও সরকারের ওপর একধরনের চাপ তৈরি হচ্ছে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ঢাকায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের তৎপরতা চোখে পড়ার মতো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকা সফর করে সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন। এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি দিয়েছে।

নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হবে কি না, সে ব্যাপারে পরিস্থিতি যাচাইয়ের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে।

এমন এক পটভূমিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। এ বিষয়ে জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেছেন, জোটের শীর্ষ নেতা শেখ হাসিনার সঙ্গে তাঁদের বৈঠকে আগামী নির্বাচন, বিরোধী দলের আন্দোলনসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

জোটের আরেকটি শরিক দলের এক নেতা বলেছেন, শেখ হাসিনা গত বছরের মার্চে জোটের শরিকদের নিয়ে সবশেষ বৈঠক করেছিলেন। সেই বৈঠকে আগের তিনটি নির্বাচনের ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনও জোটগতভাবে করার কথা বলা হয়েছিল। তবে অবহেলা, অবমূল্যায়নসহ নানা অভিযোগে জোটের শরিকদের মধ্যে মান-অভিমান, ক্ষোভ রয়েছে অনেক দিন ধরে। বিভিন্ন সময় শরিক দলগুলোর কোনো কোনো নেতা তা নিয়ে প্রকাশ্যে বক্তব্যও দিয়েছেন। শীর্ষ নেতাদের এবারের বৈঠকে জোটের শরিকদের ক্ষোভ ও মান-অভিমানের বিষয় আলোচনায় আসতে পারে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আজকের বৈঠকে জোটের প্রতিটি শরিক দলের দুজন করে শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র ফেয়ার ইলেকশন চায়, আমরাও চাই: পররাষ্ট্রমন্ত্রী

পুতিনের হুমকির পরও গ্যাসের দাম সীমিত করার প্রস্তাব ইইউয়ের

চাকরীচ্যুত সেনা কর্মকর্তা লেঃ কর্নেল শহীদ উদ্দিন একটি দ্বিমুখী সাপ

কখন কোথায় লোডশেডিং হবে, সময় নির্ধারণ চান প্রধানমন্ত্রী

রিজার্ভ ও ডলারের মূল্যে স্থিতি আনতেই অফশোর ব্যাংকিং

১৬৪টি অবৈধ হাসপাতাল ক্লি‌নিক বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর

ছাত্রলীগের সম্মেলন আজ নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

গ্রামীণ টেলিকমের কর্মকর্তাদের দুদকে তলব ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

‘বিজয় দিবসের যেকোনো অনুষ্ঠান করতে হলে জানাতে হবে পুলিশকে’

বিএনপির রাজনীতি ছাড়ছেন মির্জা আব্বাস ও তার পরিবার