logo
Saturday , 29 October 2022
  1. সকল নিউজ

‘রুশ হামলায় ৪০ লাখ মানুষ বিদ্যুৎহীন’

প্রতিবেদক
admin
October 29, 2022 1:11 pm

রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা করার কারণে অন্তত ৪০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় শুক্রবার নিয়মিত ভাষণে তিনি এ অভিযোগ করেন। খবর এএফপির।

জেলেনস্কি বলেন, ‘রুশ সেনাবাহিনী আমাদের অনেক বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোতে হামলা করেছে। এতে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যেসব শহরে এখনো বিদ্যুৎ আছে, সেগুলোতে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা চেষ্টা করছি ব্ল্যাকআউট কমানোর।’

এর আগেও বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ করেছিল কিয়েভ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ অক্টোবর রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ১৫ লাখ মানুষ। এ সময় জেলেনস্কি বলেছিলেন, ‘নতুন করে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন শতভাগ ভূপাতিত করার প্রযুক্তিগত সক্ষমতা আমাদের নেই। তবে মিত্রদের সাহায্যে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতায় কিয়েভ আরও উন্নতি করবে।’

সেই সময়ে ইউক্রেনের কর্মকর্তারা বলেছিলেন, রুশ বাহিনী রাজধানী কিয়েভের দক্ষিণ-পূর্বে চেরক্সি অঞ্চল ও পশ্চিমের খমেলনিৎস্কি শহরের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে’ হামলা চালিয়েছে। পাওয়ার স্টেশনে হামলায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই অঞ্চলের বাসিন্দারা। এ ছাড়া ওদেসা, রিভনে ও লুৎস্ক থেকেও বিমান হামলা ও বিদ্যুৎ-বিচ্ছিন্নের খবর পাওয়া গেছে।

এ দিকে মস্কো শুক্রবার জানিয়েছে, তারা ইউক্রেনে রাশিয়ার তিন লাখ রিজার্ভ সেনা মোতায়েন সম্পন্ন করেছে। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এক মাসের মধ্যেই এই মোতায়েন সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি দুই ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছে : তথ্যমন্ত্রী

দেশে ক্যানসার চিকিৎসক আছেন ২২৮ জন, প্রয়োজন ৫ হাজার

সুমির জন্য পাল্টে গেল চা বিক্রেতা নাজমার জীবন

সুমির জন্য পাল্টে গেল চা বিক্রেতা নাজমার জীবন

সৌদি আরবে বাংলাদেশিকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা

সম্মতি পেলেই তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে চায় চীন

ক্লাসিফায়েড লোনের হার কমেছে, তথ্য গোপন করেছে সিপিডি: তথ্যমন্ত্রী

বিএনপির তথাকথিত আন্দোলনের রূপরেখা কেউ দেখেনি : সেতুমন্ত্রী

আ.লীগ ক্ষমতায় আছে বলে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে: শেখ হাসিনা

পদ্মার বাম তীর সংরক্ষণ প্রকল্পকাজের অগ্রগতি, সন্তুষ্টি প্রকাশ সেনাপ্রধানের

ঋণের শর্ত ঠিক করতে আগামী সপ্তাহে আসছে আইএমএফ প্রতিনিধিদল