logo
Thursday , 25 May 2023
  1. সকল নিউজ

আগামী জুনের মধ্যে রেলবহরে যুক্ত হচ্ছে উপহারের ২০ ইঞ্জিন

প্রতিবেদক
admin
May 25, 2023 10:04 am

দ্বিতীয় দফায় ভারত থেকে উপহার হিসেবে পাওয়া নতুন ২০টি লোকোমোটিভ (ইঞ্জিন) রেলবহরে যুক্ত হচ্ছে জুনে। গতকাল মঙ্গলবার (২৩ মে) বাংলাদেশে আসা লোকোমোটিভগুলো পাকশী বিভাগীয় রেলওয়ের ডিজেল লোকোমোটিভ রানিং শেডে নেওয়া হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলো যুক্ত হবে রেল বহরে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টায় লোকোমোটিভগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এদিন বিকেলে ভারতের গেদে স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা স্টেশনে ট্রেনগুলো প্রবেশ করে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার জানান, লোকোমোটিভগুলো কারখানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রেলবহরে যুক্ত করা হবে।

এর আগে, মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টায় লোকোমোটিভগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এদিন বিকেলে ভারতের গেদে স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা স্টেশনে ট্রেনগুলো প্রবেশ করে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার জানান, লোকোমোটিভগুলো কারখানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রেলবহরে যুক্ত করা হবে।

একই বছরের ২৯ থেকে ৩১ আগস্ট ভারতের নয়াদিল্লির রেলভবনে অনুষ্ঠিত ইন্টার গভর্নমেন্ট রেলওয়ে মিটিংয়ে (আইজিআরএম) বাংলাদেশ রেলওয়েকে ২০টি ব্রডগেজ লোকোমোটিভ অনুদান হিসেবে দেওয়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে, ২০২০ সালেও ভারত থেকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ অনুদান হিসেবে পায় বাংলাদেশ রেলওয়ে। লোকোমোটিভগুলো পশ্চিমাঞ্চলের রুটে চলাচল করছে।

সর্বশেষ - সকল নিউজ