logo
Monday , 1 May 2023
  1. সকল নিউজ

শেখ হাসিনাকে সমীহের দৃষ্টিতে দেখেন বিশ্বনেতারা, গাত্রদাহ হচ্ছে বিএনপির: কাদের

প্রতিবেদক
admin
May 1, 2023 1:36 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমীহের দৃষ্টিতে দেখেন বিশ্বনেতারা, আর তা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপি মহাসচিবের মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসনের পথকে মসৃণ করতে নিরলস কাজ করে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। সফল রাষ্ট্রনায়কোচিত ভূমিকার কারণে বর্তমানে শেখ হাসিনাকে সমীহের দৃষ্টিতে দেখেন বিশ্বের সব নেতারা। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মধ্য দিয়ে দেশের সব স্তরের জনগণের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। যা দেখে বিএনপি ও তার দোসরদের গাত্রদাহ হচ্ছে। তাই তারা এই অগ্রযাত্রা ব্যাহত করার লক্ষ্যে ষড়যন্ত্র করে যাচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিবৃতিতে আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই- জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

 

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

‘বেগম জিয়ার অদক্ষতায় বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ’

নেতৃত্বের সংকটে বিভক্ত বিএনপি

হাটহাজারী মাদ্রাসায় হঠাৎ ছাত্র বিক্ষোভ

পদ্মা সেতু বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে’

যুক্তরাষ্ট্রের বাজারে চীন ও ভিয়েতনামের চেয়ে বেশি অর্ডার পাবে বাংলাদেশ

মাদারীপুরে প্রায় লক্ষাধিক কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনসহ সকল দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অবসরকালীন শতভাগ রেশনসুবিধা চায় পুলিশ

বিএনপির চরিত্র বদলায়নি, তাদের মুখে গণতন্ত্র মানায় না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ৩৯০ পরিবার