logo
Sunday , 9 April 2023
  1. সকল নিউজ

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে উৎপাদনের কাজ শুরু আদানি পাওয়ারের

প্রতিবেদক
admin
April 9, 2023 9:11 am

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে উৎপাদনের কাজ শুরু আদানি পাওয়ারের

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য উৎপাদনের কাজ শুরু করেছে ভারতের আলোচিত আদানি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আদানি পাওয়ার (ঝারখণ্ড) লিমিটেড।

গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস ও লাইভমিন্ট- এর প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

আদানি গ্রুপের বরাত দিয়ে বলেছে ওই সব গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঝাড়খণ্ডে আদানি পাওয়ার তাদের একটি ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে এই কেন্দ্রটি আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেড (এপিজেএল) এর দুই ইউনিটের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের অংশ। একটি ইউনিটে (৮০০ মেগাওয়াট) উৎপাদন শুরু হয়েছে। আদানি পাওয়ারের কাছ থেকে বাংলাদেশ প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছর মেয়াদী চুক্তি করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে গেছে। বাকি ৮০০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এটিও উৎপাদনে যাবে।

২০১৭ সালে বিদ্যুৎ আমদানির জন্য আদানি গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

সর্বশেষ - সকল নিউজ