logo
Friday , 31 March 2023
  1. সকল নিউজ

হজ নিবন্ধনের সময় আবার বাড়ল

প্রতিবেদক
admin
March 31, 2023 2:53 pm

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধন ৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার নিবন্ধনের বর্ধিত সময় শেষ হওয়ার কথা থাকলেও সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন হয়েছে ১ লাখ ১৮ হাজারের কিছু বেশি।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। ফলে এখনও প্রায় ১০ হাজার জনের নিবন্ধনের সুযোগ রয়েছে।

এই প্রেক্ষাপটে আরও এক দফা সময় বাড়িয়ে ধর্ম মন্ত্রণালয় হজে নিবন্ধনের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এ বছর হজ নিবন্ধন শুরু হয় ৮ ফেব্রুয়ারি। কাঙ্ক্ষিত কোটা পূরণ না হওয়ায় একে একে সাতবার সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

কোটা পূরণ না হওয়ার জন্য হজ প্যাকেজের উচ্চ মূল্যকেই দায়ী করছেন অনেকে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

এই খরচ গত বছরের চেয়ে দেড় থেকে দুই লাখ টাকা বেশি, যা দেখে হজ পালনের ইচ্ছা পূরণ করতে পারছেন না বলে অনেকেই জানিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হতে পারে ২৭ জুন।

সর্বশেষ - সকল নিউজ