logo
Monday , 16 November 2020
  1. সকল নিউজ

তারেকের জন্য তৃণমূল বিএনপিতে বিভক্তি আরো বেড়েছে

প্রতিবেদক
admin
November 16, 2020 9:33 am

নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয়ের পর তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সারাদেশে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। সেই ঘোষণার পর দুই বছর পার হলেও পুনর্গঠন প্রক্রিয়ার সিকিভাগও শেষ হয়নি। কোন্দল আগের মতোই রয়েছে, বরং কোনো কোনো ক্ষেত্রে তৃণমূল বিএনপিতে বিভক্তি আরো বেড়েছে।

জাতীয় সংসদের বিভিন্ন আসনের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনেও এর ছাপ পড়ছে। সম্প্রতি ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের পাশে দলের তেমন কাউকে দেখা যায়নি। ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনেও বিএনপির ভঙ্গুর দশা দৃশ্যমান হয়েছে দেশবাসীর সামনে। বিক্ষুব্ধদের লাগাতার কর্মসূচিতে কোণঠাসা হয়ে পড়েছে দলের মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর।

দলের কেন্দ্রীয় নেতাদের এমন দ্বিমুখী আচরণের প্রভাব পড়েছে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ের কমিটিগুলোতেও। এখন পর্যন্ত কোনো জেলার পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। যেসব জেলায় দীর্ঘদিন ধরে কোন্দল চলছে, সেসব এলাকায় কমিটি গঠনের কার্যক্রমই শুরু করতে পারেনি দলের হাইকমান্ড।

জেলা কমিটির পাশাপাশি অনেক উপজেলা কমিটিও নেতৃত্ব শূন্য। দীর্ঘ দিন কমিটি নেই সেসব উপজেলায়। এসব কারণে তৃণমূল বিএনপি দুর্বল হয়ে পড়েছে।

সর্বশেষ - সকল নিউজ