logo
মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০ | ৩১শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
 1. অন্যান্য
 2. অর্থনীতি
 3. আন্তর্জাতিক
 4. ক্যারিয়ার ভাবনা
 5. খেলা
 6. জাতীয়
 7. টেক নিউজ
 8. দেশের খবর
 9. প্রবাস
 10. ফিচার
 11. বিনোদন
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. সম্পাদকীয়
 15. সাফল্য

দেশে আরও ৩০ কোভিড রোগীর মৃত্যু, নতুন শনাক্ত ১৪৯৯

প্রতিবেদক
admin
অক্টোবর ৬, ২০২০ ৩:৫২ অপরাহ্ণ

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৪০৫ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে দেশে দেশে নতুন করে ১ হাজার ৪৯৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৭১ হাজার
৬৩১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫১ জন এবং মোট সুস্থ ২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ
৭১ হাজার ৬৩১।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৪ শতাংশ।

এই সময়ে দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ২০ জন পুরুষ ও ১০ জন নারী। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৪০৫ জন কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫১ জন এবং মোট সুস্থ ২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

সর্বশেষ - দেশের খবর