logo
Wednesday , 13 December 2023
  1. সকল নিউজ

টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
admin
December 13, 2023 9:19 am

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে কোভিড-১৯ টিকার বিতরণ সুষ্ঠু হয়েছে। বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে।গতকাল সোমবার কাতারের দোহা ফোরামে ‘ভ্যাকসিন ইনোভেশন অ্যান্ড গ্লোবাল হেলথ রেজিলেন্স: লেসন ফ্রম কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোভিড-১৯ টিকা বিতরণে কোনো বৈষম্য নেই। বাংলাদেশ টিকা সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছে। বাংলাদেশি প্রবাসীরা তাদের মাতৃভূমিতে টিকা পাঠাতে ভূমিকা পালন করেছেন। টিকা পাবলিক পণ্য হলে বাংলাদেশসহ অন্যান্য দেশও টিকা তৈরি করতে পারবে।বাংলাদেশে টিকা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি দিতে আন্তর্জাতিক দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী সোমবার লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসের সিইও ব্রনওয়ান ম্যাডক্সের সঞ্চালনায় চ্যাথাম হাউস আলোচনায় যোগ দেন।মোমেন দোহা ফোরামে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সর্বশেষ - সকল নিউজ