logo
Monday , 11 December 2023
  1. সকল নিউজ

বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না : সেতুমন্ত্রী

প্রতিবেদক
admin
December 11, 2023 9:12 am

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, বিএনপির গতানুগতিক কর্মসূচি তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি। তাদের মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না।

রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের ব‌লেন, ১৫ আগ‌স্ট ও ২১ আগ‌স্টের চেয়ে বড় কোনো মানবা‌ধিকার লঙ্ঘন হ‌তে পা‌রে না। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের আশ্রয়-প্রশ্রয় দি‌য়ে‌ছেন জিয়াউর রহমান। এমন‌কি তা‌দের কোন বিচারও বন্ধ ক‌রে‌ছি‌লেন তিনি। তা‌দের‌ বি‌ভিন্ন দে‌শের র‌াষ্ট্রদূত বা‌নি‌য়ে বি‌দে‌শে যাওয়ার ব‌্যবস্থা ক‌রে‌ছি‌লেন। যাদের হাতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তারাই আজ মানবাধিকার নিয়ে বেশি কথা বলছে। তাদের কথা শুনলে মনে হয় তারা বিশ্ব মোড়লের সোল এজেন্ট।

তিনি আরো বলেন, গতানুগতিক অবরোধ-হরতাল কর্মসূচি বিএনপির ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি। জিয়াউর রহমানের পর খালেদা জিয়াও গুম-খুনের রাজনীতি করেছেন। বিএনপি দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য উদাহরণ সৃষ্টি করেছে।

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বলেন, এ দেশে স্বাধীনতার পর ১৫ আগস্টের ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল। এই নৃশংসতা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। সেই হত্যাকাণ্ডের বিচার পর্যন্ত হয়নি। জেলের ভেতর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করে দিতে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ - সকল নিউজ