logo
Tuesday , 5 December 2023
  1. সকল নিউজ

বিএনপি-জামায়াতের মানুষ পুড়িয়ে মারার ইস্যুতে পশ্চিমারা চুপ: জয়

প্রতিবেদক
admin
December 5, 2023 4:09 pm

তরুণ রাজনীতিবিদ ও প্রযুক্তি বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় বলেন, ‘পশ্চিমারা বাংলাদেশের গণতন্ত্র-রাজনীতি-নির্বাচন নিয়ে অনেক কথা বলে, কিন্তু এ দেশে বিএনপি আগুন জ্বালাচ্ছে, মানুষ পোড়াচ্ছে। তবুও বিএনপিকে তারা সন্ত্রাসী দল বলবে না।’সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত লেটস টক অনুষ্ঠানের ৫১তম পর্বে সোমবার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সজীব ওয়াজেদ।

তিনি বলেন, ‘বিএনপিকে তারা আরও উৎসাহ দিচ্ছে, বিশেষ করে ওয়েস্টার্ন রাষ্ট্রদূত। গত তিন নির্বাচনে পর্যালোচনা করে দেখেছি, এদেরকে এভাবে যানবাহনে আগুন দিতে একটি শ্রেণি উৎসাহ দিচ্ছে। বিশেষত ওয়েস্টার্ন রাষ্ট্রদূত, সেখান থেকে।

‘ঠিক নির্বাচনের আগে তারা অতিরিক্ত কথা বলা শুরু করে। এই যে জামায়াত একটি যুদ্ধাপরাধী দল, জঙ্গি দল। তাদেরকে জঙ্গি-সন্ত্রাসী বলবে না। এ ক্ষেত্রে মানবাধিকারের কোনো চিহ্ন নেই।’

জয় বলেন, ‘আমি তরুণদের বলব, তারা যেন বিদেশিদের থেকে সাবধান থাকে। তারা চায় বাংলাদেশ যেন গরিব দেশ হয়ে থাকে। তাদের হুকুম মতো চলে।’

জ্বালাও-পোড়াও বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রীর সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের আগে যদি আমরা জ্বালাও-পোড়াও বন্ধ করতে চাই তাহলে সহজ সমাধান হলো, বিএনপি-জামায়াতকে বাংলাদেশে নিষিদ্ধ করা। সেটা যেহেতু সম্ভব নয়, তাই আরেকটা উপায় আছে। সেটা হলো নৌকাকে ভোট দেয়া।

‘জামায়াতের ভোটার যত কমতে থাকবে, আমাদের জঙ্গিবাদ ও সন্ত্রাস তত কমতে থাকবে। আপনারা যদি প্রতি নির্বাচনে নৌকাকে ভোট দেন তাহলে এখন যেমন জামায়াত বলে কিছু নাই, ভবিষ্যতে বিএনপি বলেও কিছু থাকবে না। আর সেই দিন বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে।’

সজীব ওয়াজেদ বলেন, ‘আপনারা যে অনেক সমালোচনা শোনেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে, যেটা এখন সাইবার নিরাপত্তা আইনে পরিণত হয়েছে। এ আইন করা হয়েছে যেন ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা না হয়। যদি করা হয় সেটার সাজা জেল। এ ক্ষেত্রে ফ্রিডম অফ স্পিচে কোনো বাধা রাখি নাই।’

সর্বশেষ - সকল নিউজ