logo
Wednesday , 29 November 2023
  1. সকল নিউজ

আন্দামান সাগরে লঘুচাপ, এখনই প্রভাব পড়বে না বাংলাদেশে

প্রতিবেদক
admin
November 29, 2023 9:29 am

দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি আজ মঙ্গলবার কিছুটা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি আগামীকাল বুধবারের মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। তবে এখনই বাংলাদেশে লঘুচাপটির প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহম্মদ আবুল কালাম মল্লিক কালের কণ্ঠকে বলেন, ‘বুধবারের মধ্যে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে।

আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে এরপর এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ হলে তা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে।’আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপটি এখনো বাংলাদেশের উপকূল থেকে অনেকটা দূরে থাকায় আগামী শুক্রবার পর্যন্ত এর তেমন কোনো প্রভাব পড়বে না এখানে। শুক্রবার পর্যন্ত দেশের আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা।তবে লঘুচাপটি আরো অগ্রসর ও ঘনীভূত হয়ে বাংলাদেশের উপকূলের দিকে আসতে পারে। তখন এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির কালের কণ্ঠকে বলেন, ‘লঘুচাপটি এখনো বাংলাদেশের উপকূল থেকে অনেকটাই দূরে আছে।

এটা বাংলাদেশের উপকূলের কাছাকাছি আসতে আরো কিছুদিন সময় লাগবে। এর প্রভাবে ৩ বা ৪ ডিসেম্বরের দিকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।’

সর্বশেষ - সকল নিউজ