logo
Sunday , 12 November 2023
  1. সকল নিউজ

বিএনপি-জামায়াত গার্মেন্টস সেক্টর ধ্বংসের চেষ্টায় লিপ্ত : শাজাহান খান

প্রতিবেদক
admin
November 12, 2023 10:17 am

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, পোশাক শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তারা গার্মেন্টস সেক্টর ধ্বংসের চেষ্টায় লিপ্ত।

শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, অতীতে শ্রমিকদের ন্যুনতম মজুরি কত হবে সেটা কোনো রাজনৈতিক দল দাবি করেনি। প্রতিবার শ্রমিকরাই নিজেদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে। এবারই প্রথম বিএনপি শ্রমিকদের ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে। এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজি।

তিনি আরো বলেন, বিএনপি ১৯৯৩ সালে বস্ত্রকল শ্রমিকদের আন্দোলন দমাতে ১৭ জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল। ২০০৩ সালেও তারা দুইজন শ্রমিককে হত্যা করেছে। আওয়ামী লীগ কখনো শ্রমিক হত্যা বা তাদের আন্দোলনকে পুঁজি করে ফায়দা হাসিল করেনি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জন্য নতুন নতুন সুযোগ-সুবিধার ঘোষণা দেন।

এ সময় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ শতাংশ বৃদ্ধি, ফ্যামিলি কার্ড ইস্যু, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করাসহ শ্রমিকদের দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।

সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াতের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান শাজাহান খান।

সর্বশেষ - সকল নিউজ