বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি উহুইউন এইচপোই’।গতকাল সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজটি। পরে দুপুর থেকেই পণ্য খালাসের কাজ শুরু হয়।
জাহাজটির স্থানীয় শিপিংএ এজেন্ট ‘হক অ্যান্ড সন্স লিমিটেড’র খুলনার অপারেশন ম্যানেজার মো. শওকত আলী বলেন, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।গতকাল সোমবার বেলা ১১টায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর ১হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুর ১টা থেকে এ জাহাজের পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাসের পর পরই এসব মালামাল নৌযানে করে নদীপথে নেওয়া হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটির সকল মালামাল খালাসে তিন থেকে চার দিন সময় লাগবে।এর আগে গত ১৭ মে এমভি সান ইউনিটি, ৫ মার্চ এমভি হাইডং-৯ ও ২১ ফেব্রুয়ারি এমভি জুপিটার ও ৪ জুলাই এভার ভেনটেজ জাহাজ ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।
আপনার মতামত লিখুন :