বিএনপি ও জামায়াত আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে : জ্যাকব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বিএনপির একদফা আন্দোলন মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ।
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সজাগ থাকতে হবে। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারাদেশে অরাজকতা সৃষ্টি করছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীতে যেকোনো কর্মসূচিতে সর্বদা প্রস্তুত রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সম্প্রতি ভোলার চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর ব্রজগোপাল টাউন হল থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ারে এসে নেতাকর্মীরা সমবেত হয়।
এমপি জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রতিকূলতা মোকাবিলা করে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অভূতপূর্ব উন্নয়ন করছেন। দেশের জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। আন্দোলনের নামে বিএনপি-জামায়াত কোনো ধরনের সহিংসতা করলে সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ। এখন থেকে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মান্নান সভায় সভাপতিত্ব করেন।
আপনার মতামত লিখুন :