৩০ টাকা দরে চাল পাবে ১ কোটি পরিবার


admin প্রকাশের সময় : জুন ২৬, ২০২৩, ৯:১৪ পূর্বাহ্ন | 462
৩০ টাকা দরে চাল পাবে ১ কোটি পরিবার

টিসিবির পণ্য পাচ্ছে এক কোটি পরিবার। আগামী জুলাই থেকে তাদেরকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।রোববার (২৫ জুন) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান-২০২৩ এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বোরো সংগ্রহ কার্যক্রম বিষয়ে মন্ত্রী বলেন, এরইমধ্যে ৬ লাখ ৫৬ হাজার ৫৭৮ টন চাল আমরা ক্রয় করেছি। ধান সংগ্রহ করেছি ১ লাখ ১৫ হাজার ২৭২ টন। আমাদের সামনে আরও দু’মাস সময় আছে। এসময়ে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব।