ব্রিকসে যোগ দিতে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ


admin প্রকাশের সময় : জুন ২০, ২০২৩, ৯:২৬ পূর্বাহ্ন | 773
ব্রিকসে যোগ দিতে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ।জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিকসের সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসার মধ্যে বৈঠকের পরে ওই আবেদন করে বাংলাদেশ।

আগামী আগস্ট মাসে ব্রিকসের শীর্ষ সম্মেলন হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে নতুন সদস্যপদ দেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। ব্রিকসের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি আগ্রহপত্র পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘হ্যাঁ আমরা আমাদের আগ্রহ প্রকাশ করে জোটে যোগ দেওয়ার জন্য আবেদন করেছি।’উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ‘ফ্রেন্ড অব ব্রিকস’ হিসাবে পরিচিত এবং এ মাসে ব্রিকস ও ফ্রেন্ডস অব ব্রিকসদের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করে।