আজ বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনে সভাপতির বক্তব্য রাখেন তিনি।
আজ বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনে সভাপতির বক্তব্য রাখেন তিনি।
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের প্রয়োজনীয় লজিস্টিকস, প্রশিক্ষণ এবং পুলিশ সদস্যদের দৃঢ মনোবল রয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে পুলিশ দায়িত্ব পালন করবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা করা প্রয়োজন পুলিশ তাই করবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চক্রান্ত নস্যাৎ করে দিতে প্রস্তুত আমরা।’
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, “ফোর্সের ওয়েলফেয়ার নিশ্চিত করতে হবে। ফোর্সের ওয়েলফেয়ার দেখতে গিয়ে শৃঙ্খলার সঙ্গে আপস করা যাবে না। কোনো পুলিশ সদস্যের বিচ্যুত আচরণের দায় পুলিশ বহন করবে না। কোনো পুলিশ সদস্যদের দুর্নীতি, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা এবং নৈতিক স্খলনের বিরুদ্ধে আমাদের অবস্থাান ‘জিরো টলারেন্স’।”
আপনার মতামত লিখুন :