logo
Wednesday , 12 April 2023
  1. সকল নিউজ

পায়রা বন্দরে দেশের ইতিহাসের সবচেয়ে বেশী কয়লাবাহী জাহাজ

প্রতিবেদক
admin
April 12, 2023 9:56 am

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমান কয়লা নিয়ে পায়রা সমুদ্র বন্দরে এসে পৌছেছে বাহামস এর পতাকাবাহী জাহাজ ‘মেসিনিয়ান স্পায়ার’। ৪০ হাজার ৯শ‘ ৫০ মেট্রিক টন কয়লা বহনকারী জাহাজ। গতকাল সোমবার শেষ বিকালে ১৩২০ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌছায়।

আজ মঙ্গলবার থেকে এসব কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। কায়লাবাহী এ জাহাজটির আগমনে পায়রা বন্দর তাদের গতিশীল কার্যক্রমে নতুন মাইল ফলক স্থাপন করেছে।

১৯০ মিটার দৈর্ঘ্য, ৩২ মিটার প্রস্থ এবং ১০.২০ মিটার গভীরতার এ জাহাজটি প্রায় ১ সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। এর আগে বৃহস্পতিবার ১০.২ মিটার গভীরতার আরও একটি জাহাজ ৩৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা ইনার আনকোরেজে আসে। মাল খালাসের পর গতকাল জাহাজটি বন্দর ত্যাগ করে।

সর্বশেষ - সকল নিউজ