গত দশকে বাংলাদেশে নারী ক্ষমতায়ন বিশ্বে অনন্য: তথ্যমন্ত্রী


admin প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩, ৯:৩১ পূর্বাহ্ন | 500
গত দশকে বাংলাদেশে নারী ক্ষমতায়ন বিশ্বে অনন্য: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতির ওপর জোর দিয়েছেন বলেই আজকে আমাদের নারী পৃথিবীকে পথ দেখাচ্ছে। নারীর যে ক্ষমতায়ন বাংলাদেশে হয়েছে, পৃথিবীর আর কোনো দেশে গত এক দশকে এভাবে হয়নি। 

উপাত্ত তুলে ধরে তিনি বলেন, ‘বৈশ্বিক সূচকে বাংলাদেশের নারীরা রাজনৈতিক ক্ষমতায়নের দিক দিয়ে বিশ্বে পঞ্চম, এশিয়ায় দ্বিতীয় আর উপমহাদেশে প্রথম। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে। এবং দেশের অর্ধেক জনসংখ্যা নারীর উন্নয়ন ব্যাতীত দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্যই প্রধানমন্ত্রী নারীর অভাবনীয় ক্ষমতায়ন করেছেন।’

শনিবার (১৮ মার্চ) বিকেলে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। বাংলাদেশ যুব মহিলা লীগ সভাপতি ডেইজি সারোয়ার সম্মেলন উদ্বোধন করেন।

উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাড. রাহিলা চৌধুরী রেখার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সুমাইয়া তুন নূর বৃষ্টির সঞ্চালনায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম প্রধান অতিথি হিসেবে, উত্তর জেলা যুব মহিলা লীগের আহবায়ক রওশন আরা বেগম রত্না প্রধান বক্তা এবং রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার ও স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

শেষে অ্যাডভোকেট রাহিলা চৌধুরী রেখাকে সভাপতি ও সুমাইয়া তুন নূর বৃষ্টিকে সাধারণ সম্পাদক করে রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার।

ড. হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আজকে নারীরা সেনাবাহিনীতে শুধু অফিসার পদে নয়, সেনা সদস্য হিসেবেও কাজ করছে। আজ তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, ডিসি, এসপি, যা ১৪ বছর আগে কেউ ভাবেনি। আমাদের নারীরা এভারেস্ট জয় করেছে, হিমালয় শৃঙ্গে উঠেছে, মহাসাগর পাড়ি দিচ্ছে। বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, সংসদের স্পিকার নারী, সংসদ নেতা ও উপনেতাও নারী, শিক্ষামন্ত্রী নারী। নারীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়েছেন বলেই এ সব সম্ভব হয়েছে।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম. এ. সালাম বলেন, ‘নারীরা আজ আর পিছিয়ে নেই। বরং পুরুষদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। নারীর এই ক্ষমতায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। তাই নারী নেতৃত্ব অক্ষুন্ন রাখতে এবং দেশের উন্নয়নে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’