কাতার সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ


admin প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৩, ৯:১৮ পূর্বাহ্ন | 418
কাতার সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কাতার সফরের বিষয়ে তথ্য জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

গত ৪ মার্চ স্বল্পন্নোত দেশগুলোর (এলডিসি) বিষয়ে জাতিসংঘের পঞ্চম সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার যান।

তিনি গত ৮ মার্চ কাতারের দোহা থেকে দেশে ফেরেন। এ সফরের নানা অর্জনের বিষয়ে আজ সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী।