logo
Saturday , 4 February 2023
  1. সকল নিউজ

মেঘনার বুকে নতুন চর, স্বপ্ন সবুজ বিপ্লবের

প্রতিবেদক
admin
February 4, 2023 12:58 pm

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর বুকে জেগে উঠেছে নতুন চর। চারপাশে মুগ্ধকর পরিবেশ। উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের নবীগঞ্জ বাজারের পশ্চিম দিকে সাবেক চর কাঁকড়া মৌজায় জেগে ওঠেছে এ চর। স্থানীয়রা এর নাম দিয়েছেন ‘ক্র্যাব আইল্যান্ড’। এর মাটি চাষের উপযোগী বলে তারা মনে করছেন। ইতোমধ্যে জমি চাষের উদ্দেশ্যে তারা চরে যাতায়াতও শুরু করেছেন। সেখানে অতীতে নিজেদের কিংবা পূর্ব পুরুষদের বসতি ছিল। এ চরকে ঘিরে অতীতে সবহারা মানুষ চাষাবাদ করে সবুজ বিপ্লবের স্বপ্ন দেখছেন।

এদিকে বুধবার দুই শতাধিক অধিবাসী দলবদ্ধভাবে জেগে ওঠা নতুন চরে যান। কমলনগর উপজেলা পরিষদ থেকে সড়ক পথে ৯ কিলোমিটার দুরের এ চরটি ঘুরে সাবেক চর কাঁকড়া মৌজায় জেগে ওঠা চরটির নতুন নামকরণ ‘ক্র্যাব আইল্যান্ড’ করা হয়। এসময় একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। পরে জোহরের আজান দিয়ে খোলা আকাশের নিচে তারা পেপার-প্লাস্টিকের বস্তা বিছিয়ে নামাজ আদায় করেন। শেষে চরের বুকে কয়েকটি ঝাউগাছের চারা রোপণ করা হয়। চরটির আয়তন কত তা নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে বেসরকারি একটি সূত্র জানিয়েছে, চরটিতে এক হাজার ২০০ একরের বেশি জমি রয়েছে।

অন্যদিকে একই দিন নতুন চর পরিদর্শনে যান কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমানসহ প্রশাসনিক কর্মকর্তারা। এসময় তারা লোকজনের সঙ্গে কথা বলেন।

জেগে ওঠা চরের সাবেক অন্তত ১২ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নদীর রাক্ষুসে ভয়াবহ ভাঙনে তারা ঘর-বাড়িসহ সব সম্পদ হারিয়েছেন। এখন ১০-১২ বছরের ব্যবধানে সেখানে আবার ভূমি জেগে উঠেছে। এরমাটি ফসল ফলানোর জন্য উপযোগী হয়ে উঠেছে। অব্যাহত ভাঙনের কারণে কমলনগরে চাষের তেমন জমি নেই। তারা (সাবেক বাসিন্দারা) এ বছরের বৈশাখ মাসে জমিতে ধান চাষ করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কমলনগরে প্রায় তিনযুগ ধরে নদী ভাঙন হচ্ছে। উপজেলার চর কাঁকড়া, চর কালকিনি, উত্তর চর কালকিনি, দক্ষিণ চর কালকিনি, দক্ষিণ চর লরেঞ্চ মৌজা পুরোপুরি নদীতে বিলীন হয়ে গেছে। এসব এলাকার ১০-১২ কিলোমিটার এলাকা নদীর পেটে। এরমধ্যে সাম্প্রতিক সময়ে সাবেক চর কাঁকড়া মৌজা, যার নতুন নাম ক্র্যাব আইল্যান্ড। আগামী বৈশাখ মাস থেকে সেখানে চাষাবাদের জন্য নদীভাঙন কবলিত বাসিন্দারা প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ - সকল নিউজ