logo
Monday , 18 January 2021
  1. সকল নিউজ

মাঠে না থাকলেও বক্তৃতায় সরব বিএনপি নেতারা

প্রতিবেদক
admin
January 18, 2021 9:46 am

নিউজ ডেস্ক: বক্তৃতায় সরব বিএনপি নেতারা। কিন্তু আন্দোলনের ডাক আসলে থাকেন না রাজপথে। ফলে কর্মীদের রাজপথে নামাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বিএনপি। এ পরিস্থিতিতে সাংগঠনিক দুরবস্থায় দিন দিন ভঙ্গুর হচ্ছে দলটি।

এদিকে আইন-শৃঙ্খলাকে তোয়াক্কা না করে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগার থেকে বের করতে বারবার রাজপথের আন্দোলনের হুংকার দেয় বিএনপি। অবশেষে দলীয়ভাবে ব্যর্থ হয়ে সরকারের অনুকম্পায় কারাগার থেকে বের হন খালেদা জিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ নেতা বলেন, বিগত দুই-চার বছর ধরে মাঝে মাঝে আন্দোলনের ডাক দেয়া ছাড়া আর কিছুই করতে পারেনি বিএনপি। বর্তমানে ঘরে বসে জুম সাইটের মাধ্যমে আলোচনা ছাড়া আর কোনো কার্যক্রমই নেই দলটির।

বিএনপির রাজনৈতিক অচলাবস্থার বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এ আরাফাত বলেন, বিএনপির নেতাকর্মীরা পূর্বে হর-হামেশাই আন্দোলনের হুমকি দিতো, বর্তমানে তাও দিচ্ছে না। লাভের লাভ কিছু হচ্ছে না। সত্যি বলতে, জনসম্পৃক্ততা নেই বিএনপির। যার কারণে আন্দোলনও গড়ে উঠছে না।

তিনি বলেন, রাজনীতিতে যখন আপনার প্রতারক চরিত্র উন্মোচিত হয়ে যায়, তখন আসলে বক্তৃতা ও হুংকারই আপনার সম্বল হয়। কিন্তু বর্তমানে তাও নেই।

অধ্যাপক এ আরাফাত আরো বলেন, নীতি-নৈতিকতা হারিয়ে বিএনপির আজ ঘুমিয়ে আছে। রাজপথে নামার যাদের সাহস নেই, তারাই কেবল বাক্যবাণে যুদ্ধে জড়াতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজপথের কর্মসূচি না থাকায় বর্তমানে বিএনপিকে নিয়ে নানা কথা বলা হচ্ছে। বলা হচ্ছে, নেতারা মুখে আন্দোলনের ফেনা তুললেও সাংগঠনিকভাবে দলকে গোছাতে পারছেন না। কিছু প্রেক্ষাপটে এমন অভিযোগ সত্য। কারণ কিছু বিতর্কিত বিষয় নিয়ে বিএনপি আন্দোলনের প্রেক্ষাপট রচনার চেষ্টা করছে, যা জনমনে নানা প্রশ্নের উদ্রেক করছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত