logo
Saturday , 9 January 2021
  1. সকল নিউজ

ভুয়া পিএইচডি ডিগ্রীর খবর সোশাল মিডিয়ায় প্রচার- লেঃ কর্নেল (অব) শহিদ উদ্দিন খানের

প্রতিবেদক
admin
January 9, 2021 8:50 pm

সেনাবাহিনী থেকে চাকুরী চ্যাুত লেঃ কর্নেল (অব) শহিদ উদ্দিন খান যুক্তরাষ্ট্রের পিএইচডি ডিগ্রী লাভ করেছে, এমন একটি ভুয়া খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
সম্প্রতি ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে অস্ত্র মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও আয়কর ফাঁকির মামলায় নয় বছরের দন্ড প্রাপ্ত আসামী লেঃ কর্নেল (অব)শহিদ উদ্দিন খান, লন্ডনে পলাতক থেকে পিএইচডি ডিগ্রী অর্জনের খবর ফলাও করে প্রচার করছে।
“মিলিটারি ইনভেনশন এন্ড ইটস ইমপেক্ট অন দ্যা ডেমোক্রেটিক প্রসেস অব বাংলাদেশ ” নামের বিষয়ে তিনি নাকি পিএইচডি ডিগ্রী নিয়েছেন।
ইউকিপিডিয়া ঘেটেও এমন কোন পিএইচডি ডিগ্রি নেয়ার কোন তথ্য পাওয়া যায়নি।
কোন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা কোন প্রফেসার এর অধীনে তিনি এমন ডিগ্রি অর্জন করেছেন তার কোন তথ্য তিনি বা তার ঘনিষ্ঠ কেউ জানাতে পারেননি।
সুত্র মতে,যাবজ্জীবন সাজা প্রাপ্ত এই সেনা কর্মকর্তা বাংলাদেশ থেকে রাতের আধারে পালিয়ে গিয়ে লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো কে নেতিবাচক হিসেবে মনে করছে সুশীল সমাজ।
অনেকে মনে করছে, বিএনপি -জামায়তের এজেন্ডা বাস্তবায়নের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মিথ্যাচার করছে এই পলাতক শহীদ খান।

সর্বশেষ - সকল নিউজ