logo
Sunday , 22 November 2020
  1. সকল নিউজ

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচার করা হবে

প্রতিবেদক
admin
November 22, 2020 10:10 am

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন বলেছেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেগুলো সম্পন্ন হলেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে কাজ এগিয়ে চলছে। শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদানের সময় উপিস্থিত ছিলেন আমিন উদ্দিনের স্ত্রী আফসারী আমিন শিবলী, আইনজীবী আবদুল নুর দুলাল, শাহ মঞ্জুরুল হক, মো. মোতাহার হোসেন সাজু, ড. বশির আহমেদ ও ড. মোমতাজ উদ্দিন মেহেদী, আবদুল আলীম মিয়া জুয়েল, শেখ মোহাম্মদ মোর্শেদ, ব্যারিস্টার এজেএম রবিউল হাসান সুমন, ব্যারিস্টার শফিকুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, শেখ সাইফুজ্জামান, মো. সারোয়ার হোসেন বাপ্পি, ব্যারিস্টার মইনুল হোসেন, অ্যাডভোকেট এম কামরুল হাসান আসলাম, মোহাম্মদ মনিরুল ইসলাম, অ্যাডভোকেট ওয়ারেস আল হারুনী, অ্যাডভোকেট রেজাউল করিমসহ সুপ্রিমকোর্ট ও গোপালগঞ্জ আইনজীবী সমিতির নেতারা।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত