logo
Thursday , 28 July 2022
  1. সকল নিউজ

‘উহানের সেই বাজার থেকেই কোভিডের উৎপত্তি ’

প্রতিবেদক
admin
July 28, 2022 9:34 am

চীনের উহান শহরের হুয়ানান সি ফুড ও বন্যপ্রাণীর বাজার থেকেই যে করোনা ভাইরাস মহামারির সূচনা হয়েছিল, তার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার কথা বলছেন বিজ্ঞানীরা। হুবেই প্রদেশের ঐ শহরে সর্বপ্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্যগুলো পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে দুটি গবেষণায়, যার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।এর একটিতে দেখা গেছে, করোনা ভাইরাসের শুরুর দিকের সংক্রমণগুলো হুয়ানান বাজার ঘিরেই হয়েছিল। আর করো নাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সঠিক সময় জানতে অন্য গবেষণায় জেনেটিক তথ্য ব্যবহার করা হয়েছে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পÌথম সংক্রমণের খবর গণমাধ্যমে এলেও ঐ বছরের নভেম্বর ও ডিসেম্বরের শুরুর দিকেই মানুষের শরীরে করোনা ভাইরাসের দুটি ধরন বিদ্যমান ছিল। গবেষকরা বলছেন, ২০১৯ সালের শেষ দিকে হুয়ানানের বাজারে বিক্রি হওয়া জীবন্ত স্তন্যপায়ী প্রাণিগুলোতে সার্স-কভ-২ এর উপস্থিতি ছিল। সেই বাজারে কাজ কিংবা বাজার করতে আসা কেউ একজন প্রথম এসব প্রাণীর সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছিলেন। এ গবেষণায় যুক্ত ইউনিভার্সিটি অব গ্লাসকোর ভাইরলোজিস্ট অধ্যাপক ডেভিড রবার্টসন বলেছেন, উহানের ল্যাব থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ার যে সন্দেহ অনেকের মধ্যে আছে, তাদের গবেষণায় তা নিরসন হবে বলে তার প্রত্যাশা।

মহামারির কেন্দ্রস্থল :যে ভাইরাসের কারণে কোভিডের উৎপত্তি, তার চরিত্র বুঝতে দুই বছর ধরে চেষ্টা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। তাতে নতুন নতুন যেসব তথ্য-উপাত্ত মিলছে, তাতে নতুন দৃষ্টিভঙ্গি থেকে এসব গবেষণা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। মহামারির শুরুর দিকে সংক্রমণের তথ্য নিয়ে যে বিভ্রান্িতর তৈরি হয়েছিল, তারও সমাধান এখন হচ্ছে। সে সময় উহানের হাসপাতালে ভর্তি কোভিড রোগীদের মাত্র অর্ধেকের সঙ্গে হুয়ানান বাজারের সরাসরি যোগাযোগ খুঁজে পাওয়া যাচ্ছিল। তাতে গবেষকরা বিভ্রান্তিতে পড়ছিলেন, তাদের ধারণা হচ্ছিল, এ ভাইরাস আসলে অন্য কোনো উৎস থেকে ছড়িয়েছে কি না। রবার্টসন বলেন, এখন এ ভাইরাস সম্পর্কে যত বেশি তারা জানতে পারছেন, তাদের সেই দ্বিধা কেটে যাচ্ছে। দেখা যাচ্ছে, মার্কেট নিয়ে তাদের যে ধারণা ছিল, সেটাই সঠিক।

কোভিড-১৯ এর উৎপত্তিস্থল শনাক্তের গবেষণায় দেখা গেছে, শুরুর দিকের রোগীদের একটি বড় অংশের সঙ্গে উহানের সেই বন্যপ্রাণীর বাজারের কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ তারা সেখানে কখনো কাজ করেননি, কিংবা বাজার করতেও যাননি। কিন্তু পরে গবেষণায় দেখা গেছে, তাদের অধিকাংশ ঐ মার্কেটের আশপাশের এলাকাতেই থাকেন। ফলে ঐ বাজারই যে সংক্রমণ ছড়ানোর কেন্দ্রস্থল ছিল, বিজ্ঞানীদের সেই ধারণা শক্ত ভিত্তি পেয়েছে বলে জানান অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বায়োলোজিস্ট অধ্যাপক মাইকেল ওরোবে। তিনি বলেন, ‘বাজারের বিক্রেতারা প্রথমে সংক্রমিত হয়েছিলেন এবং সেখান থেকেই আশপাশের কমিউনিটির মানুষের মধ্যে সংক্রমণের চেইন তৈরি হয়েছিল।’

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে না যাওয়া ভুল ছিল, এখন উপলব্ধি করতে পেরেছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

মৌলবাদী শক্তিকে মুছে ফেলতে হবে: জয়

বিএনপিকে কি পালকিতে করে গদিতে বসিয়ে দিতে হবে : এমপি মুরাদ

এই সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে নেই : সেনাপ্রধান

বিএনপি সমাবেশ নিয়ে বাড়াবাড়ি করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

ক্ষুদ্র ঋণ নয়, অর্থ পাচার ও আর্থিক দুর্নীতির অভিনব পদ্ধতির উদ্ভাবক ড. ইউনুস: ড. সেলিম মাহমুদ

সারাদেশে ৮৮২ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

মানবতাবিরোধী অপরাধে খুলনার ৬ জনের রায় আজ

সর্বজনীন পেনশনে যুক্ত হয়েছেন ১৭ হাজার

বিএনপি শুধু ভোটের সময় কড়া মুসলমান, কাজের বেলায় নেই: তথ্যমন্ত্রী