logo
Wednesday , 3 May 2023
  1. সকল নিউজ

বাংলাদেশে বিশেষ কোনো দলের প্রতি সমর্থন নেই: যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
admin
May 3, 2023 9:24 am

বিশেষ কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। সারা বিশ্বের মতো বাংলাদেশেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা জানান।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা এবং বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে ঢাকায় মার্কিন দূতাবাসের বিরূদ্ধে একটি রাজনৈতিক দল বা পক্ষ হয়ে কাজ করার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘প্রধানমন্ত্রীর মন্তব্য আমার কিছু বলার নেই। বিশদভাবে আমি বলতে চাই, দ্বিপক্ষীয় সম্পর্ক বা আঞ্চলিক বিষয় কিংবা অগ্রাধিকারে প্রভাব পড়তে পারে এমন অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে সৎভাবে আলোচনা করাকে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ হিসেবে দেখে না।’ তিনি বলেন, ‘আমরা যেমন বলেছি, বাংলাদেশ এবং এর পাশাপাশি বিশ্বজুড়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। আমরা এক প্রার্থীর বিরূদ্ধে দাঁড়ানো আরেক প্রার্থীকে বা একটি দলের বিরূদ্ধে আরেকটি দলের অবস্থানকে সমর্থন দেই না।’

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বিরূদ্ধে সমালোচনা প্রসঙ্গে বেদান্ত প্যাটেল বলেন, ‘বিশ্বজুড়ে আমাদের সব দূতাবাসের মতো ঢাকায় আমাদের দূতাবাস বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের দূত হিসেবে কাজ করে। আমি যা বলবো আপনি গতকাল (১ মে) আমাকে এ কথা বলতে শুনেছেন যে বাংলাদেশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এটি এমন একটি দেশ যার সঙ্গে আমরা আমাদের সম্পর্ক গভীর করতে আগ্রহী।’

বেদান্ত প্যাটেল বলেন, ২০২২ সালে আমরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি। আর আমরা বিশ্বাস করি, এখানে এমন অনেক বিষয় রয়েছে যা আমরা আমাদের সহযোগিতাকে আরো গভীর করতে পারি। এটি শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গেও।
তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করা, ইন্দো-প্যাসিফিক সম্পর্কিত নিরাপত্তার মতো বিষয়কে উদাহরণ হিসেবে তুলে ধরেন।

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল আরো বলেন, বিশ্বের যেকোনো দেশের জন্য আমাদের প্রত্যাশা যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিক হোক।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামী দিনগুলোতে কেমন হবে—এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যার সাথে আমরা আমাদের অংশীদারিত্ব এবং সম্পর্ক আরো গভীর করতে চাই।

তিনি বলেন, এ বছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫১তম বছর। আমরা বিশ্বাস করি, অর্থনৈতিক সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা সহযোগিতার মতো বেশ কিছু খাত আছে যেগুলোতে এই অংশীদারি আরো শক্তিশালী করা দরকার।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

অবৈধ অর্থ আদায়ের অভিযোগ জিএম কাদেরের বিরুদ্ধে দুদ‌ককে তদন্তের নির্দেশ হাইকোর্টের

পাত্রীর সরিষা ক্ষেতে ছবি না থাকায় বিয়ে ভেঙ্গে দিলেন কুমিল্লার পাত্র জিহাদী দেলোয়ার !

তুরাগ তীরে দেশের বৃহত্তম জুমার জামাত আজ

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

সাকি-নুরের নতুন জোটে জায়গা নেই নারীদের, সমালোচনা তুঙ্গে!

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ নয়, জিয়া-খালেদা-এরশাদ দেশ বিক্রি করেছেন : প্রধানমন্ত্রী

‘ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক হিসেবে কাজ করেছে ইন্টারনেট’

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বর্ষপূর্তি কাল

স্বতন্ত্র বিশেষ ইউনিট নয়, মেট্রোরেলের সেবায় আপাতত থানা পুলিশ