logo
Monday , 17 April 2023
  1. সকল নিউজ

চলতি মাসের ১৪ দিনে এলো ৯৬ কোটি ডলার

প্রতিবেদক
admin
April 17, 2023 10:52 am

চলতি মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা ৯৫ কোটি ৮৬ লাখ ডলার পাঠিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১০ হাজার ২৫৮ কোটি টাকা (এক ডলার ১০৭ টাকা হিসাবে)। এ হিসেবে প্রতিদিন গড়ে ৬ কোটি ৮৫ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি (এপ্রিল) মাসের ১৪ দিনে ৯৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে দেশে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৪২ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৬৮ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৯ কোটি ৪৩ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তিন দশমিক ৩২ মিলিয়ন ডলার।

তবে আলোচিত সময়ে ৭ ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় দেশে আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল। এরপরের মাস সেপ্টেম্বর থেকে টানা পাঁচ মাস দেড় বিলিয়ন ডলারের ঘরেই থেমে যায়। অর্থবছরের প্রথম মাসে (জুলাই) এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে এসেছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। তবে ঈদকে সামনে রেখে আবারও রেমিট্যান্স বাড়তে শুরু করেছে।

এর আগে ২০২১-২০২২ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। তারও আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির সরকার পতনের স্বপ্ন, শুধু স্বপ্ন হয়েই থাকবে : মির্জা আজম

জরুরি বিভাগে রোগী রেখে কেক কাটায় ব্যস্ত চিকিৎসক

মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার: পরিকল্পনামন্ত্রী

পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই: কাদের

কোনো শক্তিই নির্বাচনকে বানচাল করতে পারবে না: কৃষিমন্ত্রী

আইএমএফ ঋণ : ১৩ ডিসেম্বর দ্বিতীয় কিস্তি অনুমোদন

গণতান্ত্রিক দেশে বিএনপি আন্দোলন করতেই পারে

দেশে দেশে রপ্তানি নিষেধাজ্ঞায় বেড়েছে খাদ্য সংকট

প্রথম আলো-বিএনপি একে অপরের পরিপূরক: ওয়াবদুল কাদের

বিএনপি সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করার চেষ্টা করতে পারে, আশঙ্কা সেতুমন্ত্রীর