logo
Friday , 1 March 2024
  1. সকল নিউজ

প্রতিমন্ত্রী হলেন আরও ৭ জন

প্রতিবেদক
admin
March 1, 2024 4:48 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আরও ৭ জন প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিসিভায় নতুন স্থান পাওয়ারা হলেন নওগাঁ-২ আসনের  সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের নজরুল ইসলাম চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের চার সংসদ সদস্য রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াশিকা আয়শা খান এবং নাহিদ ইজহার খান।

সরকারের নতুন সদস্য হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন তারা। ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদেরকে টেলিফোনে বিষয়টি অবগত করা হয়েছে। সরকারি পরিবহন পুল থেকে নতুন গাড়িও তাদের নিজ নিজ বাসায় পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। নতুনদের নিয়ে মন্ত্রিসভার আকার হবে ৪৪ সদস্যের।

জানা গেছে, বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। খুবই ছোট পরিসরে হবে নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। আগামী রবিবার (৩ মার্চ) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকায় অনুষ্ঠানটি ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগও প্রস্তুতি নিয়ে রেখেছে।

গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর গত ১১ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। এরপর থেকেই আলোচনা চলছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়বে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের শপথ হয়েছে গতকাল বুধবার। এরপর মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে আলাদা মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই। এগুলোর দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। আবার কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণ মন্ত্রী নেই, আবার পূর্ণ মন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রী নেই। মন্ত্রিসভা সম্প্রসারণে এই বিষয়গুলো বিবেচনায় আসতে পারে বলে আলোচনা আছে।

বিশেষ সূত্রে জানা গেছে, আরও একজন পূর্ণমন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী যোগ হতে পারেন। তবে কারা যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের কেউ কিছু বলছেন না।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

জনসমর্থনের অভাবে বিএনপির আন্দোলনে মরিচা ধরে গেছে : সেতুমন্ত্রী

কঙ্গোয় জাতিসংঘ বিরোধী বিক্ষোভ; সংঘাতে নিহত ১৫

নিয়ন্ত্রণহীন রাজনীতি অর্থহীন: বিএনপিকে কাদের সিদ্দিকী

বাংলাদেশকে ৯ বিলিয়ন ডলার দেবে এডিবি

বিএনপির সমাবেশ থেকে বিচারপতি মানিকের ওপর হামলা: ডিবি

বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতিতে নেই: আইএমএফ

বিএনপি মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করেছে

যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীকে গাড়ির মধ্যে গুলি করে হত্যা

দেড় ট্রিলিয়ন অর্থনীতির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছি : প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ-টঙ্গী রেলপথে দুর্ঘটনা-যানজট সংশ্লিষ্টদের ঠেলাঠেলিতে হচ্ছে না ওভারপাস-আন্ডারপাস